২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। মুহম্মদ (স.) একজন রাসূল বৈ কিছু নন- এ কথার গূঢ়ার্থ কী?
ক) মুহম্মদ (স.) ছিলেন একজন সাধারণ ব্যক্তি
খ) মুহম্মদ (স.) ছিলেন মরণশীলতার অধীন
গ) মুহম্মদ (স.)-এর জীবন ছিল অতি সহজ সরল
ঘ) মুহম্মদ (স.)-একজন প্রেরিত পুরুষ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরকে রাজপুতগণ কিছুতেই মেনে নিতে পারছিল না। তাকে পদে পদে বাধাগ্রস্ত করছে তারা। রাজপুতদের তুচ্ছ-তাচ্ছিল্যের একপর্যায়ে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথরশিশুকে বাবর উদ্ধার করলে সকলে বিস্মিত হয় এবং রাতপুতরা তাদের ভুল বুঝতে পারে।’
২। উদ্দীপকে বাবরের মধ্যে হজরতের কোন গুণের সমাবেশ ঘটেছে?
ক) মহৎ আদর্শ, মানবিক মূল্যবোধ
খ) ক্ষমা, উদারতা
গ) ভ্রাতৃপ্রেম, ধৈর্য
ঘ) মহানুভবতা, ত্যাগ
৩। উদ্দীপকের রাজপুত আর ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের পৌত্তলিকদের ভিন্নতা হলো-
i ) ভ্রাতৃত্ববোধে
ii) বোধোদয়ে
iii) অবজ্ঞায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii
৪। হজরত মুহম্মদ (স.)-এর জীবনের শ্রেষ্ঠতম সম্বল কোনটি?
(ক) ন্যায় (খ) জ্ঞান
(গ) সত্য (ঘ) ক্ষমা
৫। কোনটি হজরত মুহম্মদ (স.)-এর ছিল?
ক) গুরুগম্ভীর প্রকৃতি
খ) বিনীত-নম্র নীরবতা
গ) সুউচ্চ গ্রীবা
ঘ) ওপরের সব
৬। হজরত মুহম্মদ (স.)-এর প্রতি নিষ্ঠুর ও জঘন্যতম আচরণ করেছে-
ক) মক্কার কোরাইশগণ
খ) তায়েফের বিধর্মীগণ
গ) মদিনার ইহুদিগণ
ঘ) আরবের পৌত্তলিকগণ
উত্তর : ১.খ, ২.ক, ৩.খ, ৪.গ, ৫.গ, ৬.ঘ।


আরো সংবাদ



premium cement